টাঙ্গাইল : টাঙ্গাইলে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের ২৯ নেতাকর্মীকে পেট্রলবোমাসহ আটক করেছে পুলিশ।
সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদকও রয়েছেন তাদের মধ্যে।
টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূঁইয়া বলেন, বিশ্ববিদ্যালয়-সংলগ্ন সন্তোষ সেনা বাজারের হাফিজুর রহমানের বাড়িতে সংগঠনটির অনেক নেতাকর্মী ভাড়া থাকতেন। রবিবার রাত ৯টার দিকে পুলিশের কাছে খবর আসে সেখানে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর জন্য গোপন বৈঠক চলছে। পুলিশ সেখানে অভিযান চালিয়ে শিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৯ নেতাকর্মীকে আটক করে। এ সময় তাদের কাছে ৭টি পেট্রলবোমা ও ৮টি হাতবোমাসহ জিহাদি বই পাওয়া যায়।