বীরগঞ্জে মুসুল্লীদের উপর হামলা, অবরুদ্ধের ৫ ঘন্টা পর উদ্ধার 

 

 

এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরের বীরগঞ্জ মসজিদ জুম্মার নামাজ আদায় কালে ইউপি সদস্য খােরশেদ আলমের হুকুম জমি দখলের অপচেষ্টায় কমিটির দ্বন্দ লাগিয়ে মসজিদের ভিতরে হামলায় ৭ মুসল্লী আহত ও ২ বৃদ্ধের অবস্থা গুরুতর।

সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মােহাম্মদ আলম হােসেনের দ্রুত হস্তক্ষেপ মরিচা ইউপি চয়ারম্যান আতাহারুল ইসলাম চধুরী হলাল ও শিবরামপুর ইউপি চেয়ারম্যন জনক চন্দ্র অধীকারীর সহায়তার আহতদের সন্ধ্যা সাড় ৬টায় আটককৃতদের উদ্ধার করে বীরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্র জানা গেছে, গুরুত্বর আহত বৃদ্ধ মৃত তফজ্জল উদ্দিনের পুত্র মােসলেম উদ্দিন ও মতিয়ার রহমানের আঘাত গুরুতরা হওয়ায় তাদেরকে হাসপাতাল ভর্তি করে অনান্যদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মরিচা ইউপি চেয়ারম্যান আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল জানায়, সংবাদ পেয়ে ইউপি সদস্য মােজাম্মেল হককে পাঠিয়ে তাদের উদ্ধার করা হয়। একটি পক্ষ কমিটি বানানাের প্রতিবাদ মসজিদ কমিটির সভাপতি রেজাউল ইসলাম বাদী হয়ে ২৩ ফেব্রুয়ারী/১৭ উপজেলা নির্বাহী অফিসার মােহাম্মদ আলম হােসেনের নিকট একটি বিচার দেয়। তার নির্দ্দেশ ক্রমে ২ ইউপি চেয়ারম্যনের সমন্বয় নির্বাহী অফিসারের উপস্থিতিতে একটি বৈঠক করা হবে। তার পূর্বেই তারা হিসাব নিকাস দাবী করে মসজিদের ভিতরে মুসুল্লিদের আহত ও ৫ ঘন্টা আটকে রেখে শারিরীক নির্যাতনের ঘটনা অমানবিক।

 

মসজিদ কমিটির সভাপতি রেজাউল ইসলাম জানায়, ইউপি সদস্য খােরশেদ আলম মসজিদের ৫ বিঘা জমি অবৈধভাবে দখল/আত্মসাৎ করার জন্য একটি ভুয়া কমিটি গঠন করে এ ধরনের জঘন্য তান্ডব চালায়। এ ঘটনায় সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা দায়রের প্রস্ত¯তি চলছে বলে তিনি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *