কাতারে সেনা মোতায়েন করতে যাচ্ছে তুরস্ক

 

বাংলার দর্পন  ডেস্কঃ মধ্যপ্রাচ্যের দেশ কাতারে সেনা মোতায়েন করতে যাচ্ছে মুসলিম বিশ্বের অন্যতম পরাশক্তি তুরস্ক। বুধবার এ সংক্রান্ত একটি বিলে অনুমোদন দিয়েছে তুরস্ক পার্লামেন্ট। ২৪০ ভোটে এ প্রস্তাবটি অনুমোদন পায়।

২০১৪ সালে কাতারের সাথে তুরস্কের করা এক চুক্তির ভিত্তিতে ক্ষমতাসীন দল ‘জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টি’ (একেপি)ও বিরোধী দল ‘ন্যাশনালিস্ট মুভমেন্ট পাটি’ (এমএইচবি) একমত হয়ে পার্লামেন্ট এ সিদ্ধান্ত নিয়েছে।

কাতারের সাথে সম্প্রতি মধ্যপ্রাচ্যের ৬ দেশের সম্পর্ক ছেদের পর তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ঐসব দেশগুলোকে তাদের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানান। প্রেসিডেন্টের আহ্বানের পরপরই দেশটির সংসদ কাতারে সেনা পাঠানোর অনুমতি দিল।

মিশরে মুসলিম ব্রাদারহুডকে সাহায্য করা ও ইরানের সাথে গভীর সম্পর্কের অভিযোগে কয়েক দিন আগে আকস্মিকভাবে কাতারের সাথে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মিশর, ইয়েমেদ ও মালদিভ সম্পর্ক ছেদ করে ।

এ প্রেক্ষিতেই কাতারকে সহযোগীতা করার জন্যই তুরস্ক এমন সিদ্ধান্ত নিল। এর কাতারকে কুটনৈতিকভাবে সব ধরণের সহযোগীতা করা হবে বলে এরদোগান ঘোষণা দিয়েছিলেন।

সূত্র: আল জাজিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *