বাংলারদর্পন :
চীনা আর্মির একটির কমান্ডো দল ভারতের কাশ্মীর রাজ্যের লাদাখের সীমান্তরেখার প্রায় ২০ কিলোমিটার ভেতরে ঢুকে গিয়েছে।
বুধবার দিনভর সীমান্তে গোলাগুলি হওয়ার খবর প্রকাশ করে চায়না নিউজ চ্যানেল অল ইন ওয়ান চায়না বলেছে, এসময় ৩২ ভারতীয় ফৌজ নিহত এবং ১৫ জন গ্রেফতার হয়েছে।
https://facebook.com/banglardarpantv
ভারতীয় ফৌজ ধাওয়া খেয়ে প্রায় ২০কিলোমিটার ভেতরে চলে গিয়েছে। , জব্দকৃত জায়গায় চীনা ফৌজ বাংকার বানানোর প্রস্তুতি নিচ্ছে। তবে ভারতীয় কোন গনমাধ্যম এখনো সংবাদ প্রকাশ করেনি ।
সুত্র- All in one China
সম্পাদনায় – সৈয়দ মনির > বাংলারদর্পন।