সোনাগাজী বাজারে চলাচলে দুর্ভোগ :দ্রুত সমাধানের নির্দেশ দিয়েছেন সেতুমন্ত্রী

 

ফেনী প্রতিনিধি: কোম্পানীগঞ্জ- সোনাগাজী – জোরারগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সোনাগাজী পৌর অংশে নির্মান  কাজ চলছে। এ উন্নয়ন কাজ শুরু হওয়ার পর থেকে বৃষ্টির কারনে রাস্তায় প্রচুর কাদা জমেছে। বাজার অংশে প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।  দুর্ভোগের চিত্র বাংলার দর্পন সহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হওয়ার পর বিষয়টি নজরে পড়ে কেন্দ্রিয় অা’লীগ   নেতা ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি জহির উদ্দিন মাহমুদ লিপটন এর। শনিবার সরেজমিনে দেখতে অাসেন তিনি, দুর্ভোগের চিত্র স্বচক্ষে দেখেন এবং স্থানীয় পথচারী ও ব্যাবসায়ীদের সাথে কথা বলেন ।

রোববার সকালে সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে বিষয়টি অবহিত করেন লিপটন।

মন্ত্রী তাৎক্ষনিক ঠিকাদার প্রতিষ্ঠান কে টেলিফোনে বাজার অংশের  ৮০০মিটার সড়ক উন্নয়নের কাজ  দ্রুত গতিতে শেষ করার নির্দেশ দেন।

জহির উদ্দিন মাহমুদ লিপটন জানান, ঠিকাদার প্রতিষ্ঠানের গাফিলাতির কারনে রোজার মাসে জনসাধারণের এহেন দুর্ভোগের সৃষ্টি হয়েছে।  সেতুমন্ত্রীকে বিষয়টি অবহিত করার পর তিনি তাৎক্ষনিক নির্দেশনা দিয়েছেন।  অাশা করি দ্রুত সময়ের মধ্যে দুর্ভোগের শেষ হবে।

এ বিষয়ে ঠিকাদার দিদারের সাথে যোগাযোগ করা হলে তিনি দ্রুত কাজটি শেষ করবেন বলে আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *