কুমিল্লা বোর্ডে এসএসসিতে ৫৭৫ জনের ফল পরিবর্তন

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণে ৫৭৫ জনের ফল পরিবর্তন হয়েছে। এরমধ্যে ফল পরিবর্তন হয়ে পুনঃনিরীক্ষার জন্য আবেদনকৃত বিষয়ে জিপিএ-৫ পেয়েছে ৪৪ জন। মঙ্গলবার দুপুরে এ ফলাফল প্রকাশ করা হয়।

কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ জানান, ফল প্রকাশের পর ৩০ হাজার ২৪০ পরীক্ষার্থী ৬৪ হাজার ৮৮৯টি উত্তরপত্রের পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিল। এর মধ্যে গণিতে সর্বোচ্চ আবেদন করেছে ৭ হাজার ৬৭ জন এবং ইংরেজি বিষয়ে আবেদন করেছে ৪ হাজার ৪৫৯ জন।

আবেদনকারীদের মধ্যে ৫৭৫ জনের ফলাফল পরিবর্তন হয়েছে এবং ৪৪ জন জিপিএ-৫ পেয়েছে। অকৃতকার্য আবেদনকারীদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৩৯ জন। অন্যান্য বিষয়ে জিপিএ গ্রেড পরিবর্তন হয়ে ৩৯২ জনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *