দ্বিতীয় মেয়াদে ইরানের প্রেসিডেন্ট হলেন রুহানি 

 

বাংলার দর্পন আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানি। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আবদুর রেজা রাহমানি ফাজলি শনিবার বেলা ২টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বিবিসি এ খবর জানায়।

স্থানীয় গণমাধ্যমে বলা হয়, পাঁচ কোটি ৬৫ লাখ ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন চার কোটি ১২ লাখ ২০ হাজার ১৩১ জন। এর মধ্যে দুই কোটি ৩৫ লাখ ৪৯ হাজার ৬১৬ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছেন হাসান রুহানি। তিনি পেয়েছেন মোট ভোটের ৫৭ শতাংশ।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি পেয়েছেন এক কোটি ৫৭ লাখ ৮৬ হাজার ১৩১ ভোট। তিনি পেয়েছেন মোট ভোটের ৩৮ দশমিক ৫ শতাংশ। এছাড়া, মোস্তফা মীরসালিম পেয়েছেন চার লাখ ৭৮ হাজার ২১৫ ভোট এবং মোস্তফা হাশেমি তাবা পেয়েছেন দুই লাখ ১৫ হাজার ৪৫০ ভোট।

এদিকে, পুনর্নির্বাচিত প্রেসিডেন্ট হাসান রুহানি শনিবার স্থানীয় সময় বিকেল ৬টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে তার ভাষণ প্রচার করা হবে।

এর আগে, কয়েক দফা সময় বাড়িয়ে শুক্রবার মধ্যরাতে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়। শনিবার শুরু হয় ভোট গণনা।

দেশটির ২০১৩ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও ব্যাপক জয় পেয়ে প্রথমবারের মতো ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন মধ্যপন্থী প্রার্থী হাসান রুহানি। নাগরিকদের আরো বেশি স্বাধীনতা ও বিশ্বের কাছে ইরানকে উন্মুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন বর্তমানে ৬৮ বছর বয়সী রুহানি।

সূত্র: বিবিসি ও প্রেস টিভি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *