কুমিল্লার শিবির কর্মী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা !

কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লার ভারত সীমান্তবর্তী বসন্তপুর গ্রামের এক কৃষক পরিবারে জন্ম সাবেক ছাত্রশিবিরের কর্মী আব্দুল হান্নান। জন্মের পর বড় হয় পাশ্ববর্তী রাচিয়া এলাকায় নানার বাড়িতে । এক সময়ে শিক্ষার জন্য ভর্তি হয় একই এলাকার রাচিয়া বাগবের ইসলামিয়া আলিম মাদ্রাসায়। সেখানেই তার ৮ম শ্রেনী পর্যন্ত পড়া-লেখা। আর এখানেই তার রাজনৈতিক হাতেখড়ি বাংলাদেশ ইসলামিক ছাত্রশিবিরের রাজনীতির সাথে। এরপর উচ্চ মাধ্যমিক শিক্ষা সমাপ্তি পর্যন্ত কুমিল্লার ধামতী ও ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায়। তখনই সে পুরোপুরি জড়িয়ে পড়ে ছাত্রশিবিরের রাজনীতির সাথে। আর এই শিবির কর্মী এখন দেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র লীগের ডাক সাইটে নেতা। হালে কুমিল্লা স্টুডেন্ট এসোসিয়েশনের আহবায়ক।
কুমিল্লার সীমান্তবর্তী বসন্তপুর গ্রাম। সদর উপজেলার পাচঁথুবী ইউনিয়নের ভারত সীমান্তবর্তী গ্রামটি গোমতী নদী দ্বারা বিভক্ত। নগরীর সাথে সেতু বন্ধনে তেরী হয়েছে ব্রীজ। এই গ্রামের এক দরিদ্র কৃষকের ঘরে জন্ম নেয় আব্দুল হান্নান। শিক্ষা জীবন শুরু পাশ্ববর্তী রাচিয়া বাগবের গ্রামের ইসলামিয়া আলিম মাদ্রাসায়। সেখানেই সে জড়িয়ে পড়ে ছাত্র শিবিরের রাজনীতির সাথে এক সময় হয়ে যান শিবিরের সাথী। এরপর সেখানে ৮ম শ্রেনী পাঠদান শেষে চলে যায় জেলার দেবিদ্বার উপজেলার ধামতী ইসলামিয়া কামিল মাদ্রাসায়। সেখানে ২০০৬ সালে এসএসসি সমপর্যায়ের দাখিল পাঠ শেষে চলে যান ঢাকায়। সেখানে যাত্রাবাড়ির মীর হাজারিবাগ এলাকায় তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় ভর্তি হয়ে ২০০৮ সালে আলীম পরীক্ষায় উত্তীর্ণ হন। এসময় তিনি পুরোপুরী সক্রিয় হয়ে পড়েন ছাত্র শিবিরের রাজনীতিতে।এরই ধারাবাহিকতা বজায় রাখতে সুযোগ পেলেই হান্নান এলাকায় সঙ্গঠনকে সক্রিয় রাখতে বৈঠক করে যেতেন, পরবর্তীতে আলীম পাশ শেষে তিনি চলে যান উচ্চ শিক্ষার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সেখানে ভর্তি হন মৃত্তিকা বিজ্ঞান বিভাগে। আর বিশ্ব বিদ্যালয়ে ভর্তির পরই তিনি পুরনো লেবাস পাল্টিয়ে ছাত্র লীগের রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। আব্দুল হান্নান নামের সাথে যুক্ত করেন সাব্বির,হয়ে যান আব্দুল হান্নান সাব্বির প্রকাশ সাব্বির নামে। এরপর একে একে বিশ্ববিদ্যালয় ছাত্র লীগের কর্মকান্ডে জড়িত থেকে বর্তানে তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র লীগের সহ-সভাপতি পদে অধিষ্ঠিত হন। এরই মাঝে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে কুমিল্লা পড়–য়া শিক্ষার্থীদের নিয়ে গঠিত কুমিল্লা স্টুডেন্ড এসোসিয়েশন নামের একটি সংগঠন প্রতিষ্ঠা করে ক্ষমতা কুক্ষিগত করতে নিজেই এর আহবায়ক পদে অধিষ্ঠিত হন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সহপাঠী জানান, আব্দুল হান্নান ওরফে সাব্বির ছাত্রলীগের সাথে জড়িত থাকলেও গোপনে তার রয়েছে ছাত্র শিবিরের নেতাদের সাথে ঘনিষ্ঠতা। আর তিনি তার পূর্বের লেবাস ভূলে গিয়ে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক পরিচয় দিয়ে সুবিধা আদায়ে তৎপর রয়েছেন। এ ব্যাপারে চট্রগ্রাম বিশ^ বিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ আলমগীর টিপুর কাছে জানতে চাইলে তিনি জানান এই নামে কোন ছাত্র আমার আমার কমিটিতে নেই।তিনি আরো বলেন জামায়াত শিবিরের কোন র্কমী চট্রগ্রাম বিশ^বিদ্যালয় ছাত্রলীগের কমিটিতে নেই, আর যদি থেকে থাকে আমরা তার দলীয় ভাবে ব্যাবস্থা গ্রহন করব।এ বিষয়ে আব্দুল হান্নান এর কাছে মুঠোফোনে সাংবাদিক পরিচয়দিয়ে জানতে চাইলে তিনি বিব্রতবোধ করেন,তার অতিতে শিবিরের দায়িত্ব সর্ম্পকে জানতে চাইলে তিনি মোবাইলের কল কেটে দিয়ে মোবাইল বন্ধ করে দেন।
Related News

রামগড়ে বাস -অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে আহত ৩ | বাংলারদর্পণ
মোশারফ হোসেন, রামগড় : ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে রামগড়ের পাতাছড়া ইউনিয়নের ৬ মাইল নামকস্থানে শুক্রবার বিকেলRead More

সম্মিলিত আইনজীবী পরিষদ প্যানেলে ভোট দেয়ার অনুরোধ নিজাম হাজারীর
ফেনী’ প্রতিনিধি : আগামী ১৬ জানুয়ারী অনুষ্ঠেয় ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিতRead More