নিবন্ধিত শিক্ষকদের চাকরী আদায়ে শাহবাগে অবস্থান কর্মসূচী : ডিএমপির অনুমোদন

 

 

এইচ এম সাইফুল্লাহ্ : “রিট যার যার, চাকরি সবার” – এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ বেসরকারি শিক্ষক নিবন্ধিত নিয়োগবঞ্চিত কেন্দ্রীয় ঐক্য পরিষদের পক্ষ থেকে ঢাকায় দফায় দফায় অনুষ্ঠিত হয়েছে কার্যকরী আলোচনা সভা।

 

উক্ত সভায় ১৯/০৫/১৭ ইং রোজ শুক্রবার ঐতিহাসিক শাহবাগ চত্ত্বরে সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত যৌক্তিক নিয়োগ দাবিতে অবস্থান কর্মসূচীর সিদ্ধান্ত গ্রহণ করা হয় মর্মে ঐক্য পরিষদের প্রচার সম্পাদক জনাব  মিজানুর রহমান জীবন নিশ্চিত করেছেন।

 

আগামী ১৯ /০৫/১৭ ইং রোজ শুক্রবার এনটিআরসিএ সনদপ্রাপ্তদের নিয়োগের দাবিতে শিক্ষক নিবন্ধিতদের শাহবাগে অবস্থান কর্মসূচির জন্য  ঐক্য পরিষদের পক্ষ থেকে এক আবেদনে DMP কমিশনার এ অনুমোদন দেয় বলে বাংলার দর্পনকে জানিয়েছেন পরিষদের সভাপতি জনাব জাহাঙ্গীর আলম।

 

তিনি বলেন,ঢাকা জেলার সর্বোচ্চ প্রশাসন প্রতিষ্ঠান ঢাকা মেট্রো পলিটন পুলিশ সদর দফতর থেকে ঐতিহাসিক শাহবাগ চত্ত্বরের

১৯ /০৫/১৭ ইং শুক্রবারের ১ দিনের অবস্থান কর্মসূচির অনুমোদন নেওয়া হলো।

অনুমোদনক্রমে ছিলেন পুলিশ কমিশনার শ্রদ্ধেয়ভাজন জনাব মোঃ আশাদুজ্জামান মিয়া স্যার।

এখন শুধু সময়ের দাবি, ১৯ তারিখের শাহবাগের অবস্থান কর্মসূচিকে সফল করার দায়িত্ব আমার, আপনার, সকলের শিক্ষক নিবন্ধিতদের।

তাই আর দেরী নয়; এখনই সময়, সুবর্ণ সুযোগ, উচ্চমহলে শাহবাগের মতো ইতিবাচক স্থানে আমাদের যৌক্তিক দাবি তুলে ধরার।

সকল শিক্ষক নিবন্ধিত ও রিট উদ্যোক্তরা শাহবাগের এ অবস্থান কর্মসূচীতে অংশগ্রহণ করে পরবর্তী ইফেকটিভ সিদ্ধান্তসহ নিয়োগদাবিতে বিভিন্ন কর্মসূচী ঘোষণা করা হবে মর্মে ঐক্য পরিষদের সভাপতি জনাব জাহাঙ্গীর আলম বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *