কুমিল্লা সিটির জামায়াত সমর্থিত কাউন্সিলর গ্রেফতার

 

এম,তানভীর আলম :

কুমিল্লা সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত জামায়াত সমর্থিত কাউন্সিলর গোলাম কিবরিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার শপথ নিতে তিনি ঢাকায় এলজিইডি ভবনে গেলে সেখান থেকে সকাল১০টার দিকে তাকে গ্রেফতার করে কুমিল্লার কোতোয়ালি মডেল থানা পুলিশ।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাহউদ্দিন জানান, বিভিন্ন অভিযোগে গোলাম কিবরিয়ার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে বৃহস্পতিবার সকালে এলজিইডি ভবনের সামনে থেকে গ্রেফতার করা হয়েছে।তবে গ্রেফতার গোলাম কিবরিয়ার পরিবারের দাবি তার বিরুদ্ধে থাকা সবগুলো মামলাতেই তিনি জামিনে আছেন।গত ৩০ মার্চ অনুষ্ঠিত কুসিক নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডে বিজয়ী হন জামায়াত সমর্থিত প্রার্থী গোলাম কিবরিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *