ফেনী প্রতিনিধি :
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সােসাইটি ফেনী জেলা ইউনিটের উদ্যােগে ০৮মে সােমবার বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস পালন ও প্রথম যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী নানা কর্মসূচি।
শুরুতে ফেনী সরকারি কলেজ অডিটারিয়াম মাঠ থেকে যুব সদস্য ও বিভিন্ন ¯স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালি শেষে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও রড ক্রিসেন্ট পতাকা উত্তােলন করা হয়।
রেড ক্রিসেন্ট সােসাইটি ফেনী জেলা ইউনিটের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।
বিশেষ অতিথি ছিলেন, ফেনীর সংরক্ষিত নারী সংসদ সদস্য জাহান আরা বেগম সুরমা, পুলিশ সুপার এস. এম জাহাঙ্গীর আলম সরকার, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ।