বেগমগঞ্জে বৃদ্ধ পিতাকে খুন করেছে পাষন্ড ছেলে

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর  বেগমগঞ্জে ছেলের বিরুদ্ধে লাঠি দিয়ে আঘাত করে বাবাকে হত্যার অভিযােগ পাওয়া গেছে। বেগমগঞ্জ থানার ওসি সাজিদুর রহমান জানান, খাজুরতলা গ্রামের বেলায়ত হােসেন(৬০) ও তার ছেলে ইয়াসিনের মধ্যে পারিবারিক বিষয়ে বিরােধ চলে আসছিল। শনিবার রাতে বাকবিন্ডার এক পর্যায়ে ইয়াসিন লাঠি দিয়ে বাবা বেলায়তের মাথায় আঘাত করলে ঘটনাস্থ¯লে তার মত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। ঘটনার পর পরই পাষন্ড ছেলে পালিয়ে যায়।

পুলিশ অারো জানায়,  ইয়াসিনকে গ্রেফতারে সম্ভাব্য স্থানে অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *