কুমিল্লায় যুবলীগ নেতা রানা হত্যা মামলার অাসামী অস্ত্রসহ গ্রেফতার

 

এম,তানভীর আলম:

 

কুমিল্লার চৌদ্দগ্রামের যুবলীগ নেতা রানা হত্যা মামলার আসামী শরিফুল ইসলাম জনিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আসামির স্বীকারোক্তি অনুযায়ী ঘর ও পুকুর থেকে ৩টি অস্ত্র উদ্ধার করা হয়েছে।চৌদ্দগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুভরঞ্জন চাকমার নেতৃত্বে বুধবার আশুলিয়ার শেরআলী মার্কেট থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার হওয়া আসামি শরিফুল ইসলাম জনি উপজেলার বাতিসা ইউনিয়নের লুদিয়ারা গ্রামের আবদুল কাইয়ুমের ছেলে।চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল ফয়সল জানান, আসামী শরিফুল ইসলাম জনি গ্রেফতারের পর পিস্তলসহ ৫টি অস্ত্র ব্যাগ ভর্তি করে লুদিয়ারার অসি পুকুরে এবং কিছু অস্ত্র তার রান্না ঘরের পরিত্যক্ত চুলায় রাখাহয়েছে বলে পুলিশকে জানায়। তার স্বীকারোক্তি অনুযায়ী বৃহস্পতিবার সকালে কুমিল্লার পুলিশ সুপার শাহ আবিদ হোসেনের নেতৃত্বে পুলিশ জনির রান্না ঘরের চুলা থেকে ২টি ও পুকুরে জাল ফেলে ১টিসহ ৩টি অস্ত্র উদ্ধার করে।বাকী অস্ত্র উদ্ধারের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান জিএম জাহিদ হোসেন টিপুর সহযোগিতায় পুকুরের পানি সেচের ব্যবস্থা করা হয়েছে। আশা করি বাকি অস্ত্রগুলো উদ্ধার করা হবে।এ সময় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন, চৌদ্দগ্রাম থানার পুলিশ পরিদর্শক মোঃ হানিফ ও পরিদর্শক (তদন্ত) শুভরঞ্জন চাকমাসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।জানা গেছে, ২০১৬ সালের ৩ সেপ্টেম্বর শুক্রবার রাত সাড়ে ৮টায় বিদেশ ফেরৎ আবু বকর ছিদ্দিক প্রকাশ রানা নামের এক যুবলীগ কর্মীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত রানাউপজেলার চিওড়া ইউনিয়নের গুর্নিশকরা গ্রামের শহিদ উল্যাহর ছেলে। এ ঘটনায় নিহত রানার মা রেহানা বেগম বাদী হয়ে আ’লীগ নেতা আবদুল হাই কানু, তার ছেলে গোলাম মোস্তফা বিপ্লবসহ ১৮ জনের নাম উল্ল্যেখ করে অজ্ঞাতনামা আরো ৮/১০ জনসহ ২৮ জনের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *