কুমিল্লায় পুলিশের চেকপোস্টে ট্রাক চাপায় নিহত ১

 

 

এম,তানভীর আলম :

কুমিল্লায় হাইওয়ে পুলিশের চেকিংয়ের হাত থেকে পালানোর সময় দ্রুতগামী ট্রাক ও রাস্তায় দাঁড়ানো পুলিশের পিকআপের সংঘর্ষের ঘটনায় তাহের মিয়া নামে একট্রাক্টর চালক নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন পুলিশের পিকআপ ভ্যানের চালক কনস্টেবল সাইদুর। কুমিল্লা-সিলেট মহাসড়কের মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির অধীন জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মুকিমপুর এলাকায় সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।এ ঘটনায় পুলিশের পিকআপ ভ্যানের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।স্থানীয় সূত্রে জানা যায়, মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই ইয়াহিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণপাড়া উপজেলার মুকিমপুর এলাকায় সোমবার সড়কের উপরে পিকআপ ভ্যান রেখে তল্লাশির নামে যানবাহন আটক করছিল। এসময় পুলিশ একটি ট্রাক্টর আটক করে চালকের সাথে কথা বলছিল। এসময় পুলিশের চেকিংয়ের হাত থেকে বাঁচার জন্য একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৩২৯৭) দ্রুতগতিতে পালানোর সময় পুলিশের পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ ঘটে।এতে পিকআপের চালক কনস্টেবল সাইদুর (৩৫) গুরুতর আহত হয় এবং সড়কে দাঁড়ানো ট্রাক্টর চালক ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার মজলিশপুর গ্রামের তাহের মিয়া (৪৮) মারা যান। মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহজাহান জানান, আহত পিকআপ ভ্যানচালক কনস্টেবল সাইদুরকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তিকরা হয়েছে এবং ট্রাক্টর চালক নিহত তাহের মিয়ার লাশ বিকালে তার স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *