ওয়াল্টন এর বিরুদ্ধে সংবাদ প্রকাশ: অাইসিটি মামলায় সাংবাদিক রাজু গ্রেফতার :

বাংলার দর্পন ডটকম : রাজু আহমেদ একজন মেধাবী সাংবাদিক। তিনি বাংলানিউজ এর প্রধান প্রতিবেদক ছিলেন, বিভিন্ন সংবাদপত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে নতুন সময় ডটকম এর নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্বপালন করছেন। তাকে গ্রেপ্তার করা হয়েছে আইসিটি আইনের ৫৭ ধারায়। তিনি চুরি, ডাকাতি, খুনখারাপির মত কোনো অপরাধে গ্রপ্তার হননি; সাংবাদিকতার দায়ে গ্রেপ্তার হয়েছেন। আইসিটি অ্যাক্ট সাংবাদিকতা ও মত প্রকাশের স্বাধীনতাকে ক্রিমিনালাইজ করে। জামিন অযোগ্য অপরাধ!

 

ওয়াল্টন কোম্পানির প্রযুক্তি, মান ও সেবার মান নিয়ে নতুন সময় অনলাইনে সংবাদ প্রকাশিত হয়েছিল। কোম্পানি রাজুর বিরুদ্ধে আইসিটি আইনে মামলা ঠুকে দিয়েছে।

 

বর্তমান সরকারই আইন সংশোধন করে সাংবাদিকতার কারণে মানহানি ও ক্ষতিপুরণের মামলায় গ্রেপ্তারের পরিবর্তে সমন জারির বিধান করেছে। অথচ আইসিটি অ্যাক্টে সরাসরি গ্রেপ্তার! এটা কালাকানুন। আইসিটি আইন বাতিল করতে হবে।

 

ওয়াল্টনের পন্যের মান ও ব্যবসায়িক সততা নিয়ে আমারও প্রশ্ন রয়েছে। এগুলো মানুষকে জানানো এবং মানুষের জানার অধিকার আছে। সুতরাং তাদের ব্যাপারে নিউজ হতেই পারে এবং হওয়া উচিৎ। ওয়াল্টনের কোনো বক্তব্য থাকলে তারাও সেটা তুলে ধরতে পারে। মামলা কাম্য নয়। সাংবাদিকের বিরুদ্ধে অর্থ-বিত্তের প্রভাব দেখাবেননা। মামলা প্রত্যাহার করুন। অবিলম্বে রাজু ভাইয়ের মুক্তি দাবি করছি।

 

সাংবাদিক সংগঠন গুলো জানিয়েছে, রাজু ভাইয়ের বিষয়টি নিয়ে ওয়ালটন কর্তৃপক্ষ, নতুন সময় ডটকম এবং সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে আলাপ আলোচনা চলছে। বিষয়টির একটি সন্তোষজনক সমাধান আমরা আশা করছি। ছুটির দিন না হলে আজকেই বিষয়টি নিশ্পত্তি হত বলে আমাদের আশ্বস্ত করা হয়েছে। এই বাস্তবতায় আলোচনার স্বার্থে আগামীকালের বিক্ষোভ কর্মসূচী সাময়িকভাবে স্থগিত করা হলো। কালকের মধ্যে সমাধান না হলে উপযুক্ত কর্মসূচী দেয়া হবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *