ফেনীতে নিরাপত্তাহীনতায় ভুগছেন অপহরন মামলার ভিকটিম | বাংলারদর্পণ

ফেনী’ প্রতিনিধি :
ফেনী-২ আসনের সংসদ সদস্য,ফেনীর এসপি ও সোনাগাজী মডেল থানার ওসির সহযোগীতা চেয়েছেন আলোচিত পলি অপহরন মামলার ভিকটিম। সম্প্রতি একজন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার হওয়ার তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে তার ব্যাবহৃত ফেসবুক ওয়ালে একটি স্ট্যটাস দিয়েছেন। যা হুবহু দেয়া হলো…

আমি, রাহেলা আক্তার পলি, ১৯৯৭ সালের অক্টোবর মাসের ১৩ তারিখ সোমবার, দিন গত রাত,আনুমানিক ৩:০০ টা,মানে ১৪ তারিখ মঙ্গলবার, আমাকে অপহরন করা হয়, কমপক্ষে ১০০ সন্ত্রাসী অস্ত্রের মুখে বোমা বিস্ফোরণসহ আমাকে অজ্ঞান করে উঠাই নিয়ে যায়। তৎকালীন এস পি কাজী আনোয়ার হোসেন মহোদয় সহ সকল প্রশাসনের সকল কর্মকর্তা আন্তরিক ভাবে, আমার মামলাটি পরিচালনা করেন।

আমি ৯৭ সাল থেকে এখন পর্যন্ত, বাকি জীবন ও প্রশাসনের কাছে কৃতজ্ঞ থাকবো, প্রশাসন কে আমি খুবই শ্রদ্ধা করি। এখন আমি বর্তমান এস পি মহোদয় সহ আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই,,আমার মামলা নং ৮(১০)৯৭ ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন এর ৯(খ)এবং জি আর ১৭২/৯৭ এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি, দুলাল চন্দ্র নাথকে গ্রেফতার করায় আমি সস্তি ফিরে পেলেও আসামীর পুরো পরিবার আমার নাকের ডগায় বসবাস করায় আমি ভয়ভীতির মধ্যে আছি। আসামী গ্রেফতারের পর জানতে পারি আসামী আমার পাশেই থাকে।এবং আমি সহদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকুরী করি,করোনা কালিন সময়ে আমার বিদ্যালয় বন্ধ থাকলে ও আমাকে অফিসিয়াল কাজে প্রায় সময় বিদ্যালয়ে যেতে হয়েছে।

কিন্তু বিদ্যালয়ের আশেপাশে দুলাল চন্দ্র নাথ একাধিকবার গিয়েছে,আমি তাকে চিনতে পারিনি ২২ বছর আগে তার দাঁড়ি ছিলনা,এখন দাঁড়ি আছে, গ্রেফতারের পরোক্ষনেই বিভিন্ন পেইজে যখন দেখতে পাই ওসি মহোদয়ের সাথে,তখনই আমার ২২বছর আগের কথা মনে পড়ে যায়। তার গ্রেপ্তারের কোন কিছুই আমি বোধগম্য নই,যে অপহরনে আমার বাবার মৃত্যু হয়, আমার মায়ের তলপেটের রগ ছিঁড়ে যায়, আমার জিবন তছনছ হয়ে যায়। এই ঘটনায় আমার জিবনটা এলোমেলো হয়ে যায়।আমার শরিরের প্রত্যেকটি পশমে ক্ষত আছে।

কিন্তু বর্তমানে আসামী দুলাল চন্দ্র নাথের, এক ভাই বিধান চন্দ্র নাথ সহ পূর্বের এজাহার ভুক্ত আসামীগনের সহযোগিতায় আর ও কিছু স্থানীয় প্রভাবশালি লোক আমি সহ আমার পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে এবং আমাকে বলতেছে ২২ বছর আগের ঘটনা যেন আমি চুপ থাকি। আমি যেন হাইকোর্টে জামিনের বিরোধিতা না করি।প্রভাবশালিরা কি আমার বাবাকে ফিরিয়ে দিতে পারবে? আমার নিস্পাপ জিবনটা ফিরিয়ে দিতে পারবে? তাই আমি প্রভাবশালি মহল কে বলতেছি আপনাদের ঘরে ও মা,বোন আছে, আপনারা খারাপ লোক কে সঙ্গ দিবেন না?

এমন পরিস্থিতিতে আমি,নিরাপদ ফেনী গড়ার কারিগর জননেতা, নিজাম উদ্দিন হাজারী এমপি, ফেনীর এসপি মহোদয় সহ সোনাগাজীর ওসি মহোদয় স্থানীয় প্রশাসনের পূর্ণ সহযোগিতা চাই,পাশাপাশি সাংবাদিক ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করছি সঠিক ঘটনা তুলে ধরার জন্য। বাংলারদর্পন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *