সোনাগাজীতে শ্রমীকদের মাঝে বিনামুল্যে বস্ত্র বিতরন করেন রোকেয়া প্রচাী

ফেনী প্রতিনিধি : ” মহান মে দিবস” সোনাগাজী উপজেলার বিভিন্ন গ্রামে সোমবার দুপুরে সাধারন শ্রমজীবী মানুষদের মাঝে বিনামুল্যে শাড়ী ও লুঙ্গী বিতরন করেন সাংস্কৃতিক কর্মী রোকেয়া প্রাচী।

তিনি বলেন, যারা জানেই না শ্রমিক দিবস কি?  জীবন-জীবিকার তাগিদে কাজই যাদের ধ্যান-জ্ঞান। রোকেয়া প্রাচী আন্তর্জাতিক যুদ্ধাপরাধ  গনবিচার আন্দোলন  এর যুগ্ন সচিব ও অভিনেত্রী। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *