মে দিবস উপলক্ষে সোনাগাজীতে শ্রমিক লীগের র‍্যালি ও আলোচনা সভা

 

 

ফেনী প্রতিনিধি :

মে দিবস উপলক্ষ্যে শ্রমিক লীগ সোনাগাজী উপজেলা শাখার আয়োজনে সোমবার সকালে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টার দিকে পৌর চত্বরের সামনে থেকে র‍্যালি শুরু হয়ে সোনাগাজী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আ’লীগের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে পথসভায়  উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আবদুল কাদেরের সঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সোনাগাজী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম খোকন, বিশেষ অতিথি ছিলেন, অভিনেত্রী রোকেয়া প্রাচী, ফেনী জেলা পরিষদের সদস্য ও বিআরডিবি চেয়ারম্যান ফারুক হোসেন, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম-আহবায়ক মোহাম্মদ হানিফ, শাহজাহান, নুরুল ইসলাম খোকন ও পৌর যুবলীগের সভাপতি নাছির উদ্দিন অপু।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *