ফেনী প্রতিনিধি : ফেনীর রামপুরাস্থ শাহীন একাডেমী স্কুল এন্ড কলেজ থেকে বৃহষ্পতিবার বিকালে ছাত্রলীগের সম্মেলন শেষে মিছিল বের হয়ে ট্রাংক রোড়ে এসে শেষ হয়।
জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জাবেদ হায়দার জর্জ বলেন, বিএনপি জামায়াত অধ্যুষিত রামপুরে দীর্ঘদিন জয়বাংলার শ্লোগান বলা মুশকিল ছিল, তদের অত্যাচারে এখানকার ছাত্রলীগ সহ অা’লীগের সকল সংগঠনের নেতা কর্মীরা কোনঠাসা ছিল। ফেনী জেলা ছাত্রলীগের জন্য অাজকের দিনটি স্মরনীয়।
জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন ফিরোজের নেতৃত্বে পৌরসভার সকল ইউনিটের সভাপতি, সম্পাদকসহ সহস্রাধিক নেতা কর্মী মিছিলে অংশ- গ্রহন করে।