সোনাগাজী প্রতিনিধি :সোনাগাজী কলেজ রোড়স্থ ফাগুন কপি হাউজের স্বত্বাধিকারী ও আজম ভিলার মালিক গোলাম অাজম(৪৫)কে বুধবার দিবাগত রাত ২টায় অাটক করেছে সোনাগাজী থানা পুলিশ।
জানা যায়, পৌরসভাস্থ তুলাতুলি গ্রামের মিজি বাড়ীর নুরুল হুদা ২৬ শতক জমি বিক্রির জন্য অাজমকে অামমোক্তারনামা দেয়।
কিছুদিন পুর্বে ১৪ শতক জমি ২৬ লক্ষ ৫৭হাজার টাকা বিক্রি করে গোলাম আজম। বিক্রির পর টাকা গ্রহন না করেই অাজমকে বিশ্বাস করে ক্রেতাকে রেজিষ্ট্রি দিয়ে দেন নুরুল হুদা। কিন্তু রেজিষ্ট্রির ২ বছর পার হলেও নুরুল হুদাকে কোন টাকা পয়ষা দেয়নি অাজম।
এ ঘটনায় নুরুল হুদা বাদী হয়ে সোনাগাজী থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।