সোনাগাজী প্রতিনিধি :সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়ন ছাত্রলীগ নেতা রিপন হত্যা মামলার প্রধান অাসামী ব্লেড জসিমের স্বীকারোক্তি অনুযায়ী অারো এক অাসামীকে গ্রেফতার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে দাগনভুঞা উপজেলাস্থ একটি গ্রামে অভিযান চালিয়ে নিজাম উদ্দিন প্রকাশ নেজাম কে গ্রেফতার করে এএসআই সালাউদ্দিন । সে মজলিশপুর ইউনিয়নের দাসগ্রামের সালেহ অাম্মদের ছেলে।
জানা যায়, ধৃত নিজামের বিরুদ্ধে পুর্বের একটি ডাকাতি মামলা রয়েছে।
উল্লেখ্য, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৫মার্চ- রাতে কাজির হাট -তাকিয়া বাজার সড়কে মোটর সাইকেল মহড়ায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয় বগাদানা ইউনিয়ন ছাত্রলীগ নেতা রিপন।