সোনাগাজী (ফেনী) প্রতিনিধি :
ফেনীর সোনাগাজীতে নতুন আতংকের নাম চেতনা নাশক স্প্রে । কৌশলে ঘরে প্রবেশ করে অথবা ঘরের বাহির থেকে ওই স্প্রে নিক্ষেপ করে মালামাল লুটে নিচ্ছে ডাকাতদল। মঙ্গলবার রাত ২টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সফরপুর গ্রামের আব্দুল গফুর কোম্পানির বাড়ীতে দুই পরিবারের সবাইকে অচেতন করে ২২ভরি স্বর্ণালংকার ও নগদ ৭লাখ টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে। দুই পরিবারের নারী-পুরুষ ও শিশু সহ ৭জনকে অচেতন অবস্থায় ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, রাত ২টার দিকে ১৫-২০জনের সশস্ত্র ডাকাত দল পুলিশ পরিচয়ে আবদুল কাদের কোম্পানির ঘরে ঢুকে। চেতনা নাশক স্প্রে নিক্ষেপের পর সবাইকে অচেতন করে ১২ ভরি স্বর্ন ও নগদ ৭লাখ টাকা লুটে নেয়। একই সময় তাদের প্রতিবেশী ওবায়দুল হক ওদু কোম্পানির ঘরে ঢুকে স্প্রে নিক্ষেপ করে। ঘরের সবাইকে অচেতন করে ১০ভরি স্বর্ন ও নগদ ১লাখ টাকা লুটে নেয়।
স্থানীয়রা সকালে অচেতন অবস্থায় দুই পরিবারের আবদুল কাদের , ফুলরা বেগম, আশকিরা বেগম, আরজু আক্তার, পারভীন আক্তার, তাহমিদুল আলম ও জান্নাতুল ফেরদৌস সহ ৭জন কে ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এর আগে সোমবার রাতে চর ছান্দিয়া ইউনিয়ন যুবলীগ নেতা নাছির উদ্দিনের ঘরে স্প্রে নিক্ষেপ করে তার পিতা আবু ইউছুফ ও মা মিসেস ইউছুফকে অচেতন করে স্বর্নালংকার ও নগদ টাকা লুটে নেয় দুর্বৃত্তরা। আবু ইউছুফ ও স্ত্রী মিসেস ইউছুফ ফেনী সদর হাসাপাতালে চিকিৎসাধিন আছেন।