মো. আফজাল হােসেন, দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের ফুলবাড়ীতে বাংলাদেশ পৌর কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা ও পেনশন সরকারি কোষাগার থেকে দেয়ার দাবীতে ফুলবাড়ী পৌর সভার কর্মকর্তা কর্মচারী এ্যাসাসিয়েশনের ঘন্টা ব্যাপী পৌর সভায় অবস্থান কর্মসুচি পালন করেন। বুধবার সকাল ১১টায় ফুলবাড়ী পৌরসভার প্রধান সড়কের সামনে বাংলাদেশ পৌর কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা ও পেনশন সরকারি কোষাগার থেকে দেয়ার দাবীতে ফুলবাড়ী পৌর সভার কর্মকর্তা কর্মচারী এ্যাসাসিয়েশনের ঘন্টা ব্যাপী পৌর সভায় অবস্থান কর্মসুচি পালন করেন। এতে সভাপতিত্ব করেন, ফুলবাড়ী পৌর সভার সহকারী প্রকৌশলী মো. লুৎফুল হুদা চৌধুরী। উক্ত কর্মসুচিতে বক্তব্য রাখেন ফুলবাড়ী পৌর সভার সহকারী প্রকৌশলী মো. লুৎফুল হুদা চৌধুরী। তিনি বক্তব্য বলেন সারাদেশে পৌর আইন দুই রকম হতে পারেনা। সকল পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা ও পেনশন সরকারী কোষাগার থেকে দরয়ার দাবী জানান। তা না হলে আগামীতে বাংলাদশ পর কর্মকর্তা কর্মচারী এ্যাসাসিয়শন বহত্তর আন্দোলন যত বাধ্য হবে। আমাদের এই দাবী রুটি রুজির । মাসের পর মাস আমরা বেতন ভাতা না পেয়ে অনাহার অধ্যাহারে দিন যাপন করছি। এ সময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী পৌর সভার কর্মচারী সংসদের সভাপতি মো. সহিদুল ইসলাম, সাধারন সম্পাদক মো. আব্দুর রশিদ, সহ-সাধারন সম্পাদক শেখ সাহার আলী (মতি), দপ্তর সম্পাদক পরিতোষ কুমার রায়, প্রশাসনিক কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, উপ-সহকারী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, পৌরসভার হিসাব বিভাগের মােছা. জিয়াবুন নেছা। এ ছাড়া পৌর সভার সকল কর্মকর্তা কর্মচারী অবস্থান কর্মসুচিতে অংশ নেন।