আফজাল হােসেন ॥
সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ “হিউম্যান রাইটস শাইনিং পার্সােনালিটি এ্যাওয়ার্ড-২০১৭” পেলেন চ্যানেল আই’র স্টাফ রিপাের্টার শাহ আলম শাহী।
“মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় পবিত্র মাহে রমজানের শিক্ষা” শীর্ষক এক আলােচনা সভা শেষে বুধবার সন্ধায় তাকে আনুষ্ঠানিকভাবে এ পুরস্ক¯ার তুলে দিয়েছে বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা।
রাজধানী ঢাকা¯ গ্লােরিয়াস রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার ‘হিউম্যান রাইটস শাইনিং পার্সােনালিটি এ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,বাংলাদেশ সুপ্রীম কাের্টের আপিল বিভাগের বিচারপতি মাে.ছিদ্দিকুর রহমান মিয়া।