এম.তানভীর আলম :
কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, সাবেক ছাত্রনেতা, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কুমিল্লা জেলা শাখার সভাপতিতারিকুর রহমান জুয়েল বিনা প্রতিদ্বন্ধিতায় জয় পেয়েছেন।সোমবার প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে সতন্ত্রপ্রার্থী হিসেবে (জামায়াত) সমর্থিত সাবেক কুমিল্লা উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি ও আদর্শ সদর উপজেলার ১ নং কালির বাজার ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা দেলোয়ার হোসাইন সবুজ তার প্রার্থীতা প্রত্যাহার করে নেন। ফলে বিনা প্রতিদ্বদ্ধিতায় জয় পেলেন জুয়েল।
রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার খোরশেদ আলম জানান, সোমবার প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ছিলো। এক জন প্রার্থীতা প্রত্যাহার করে নেয়ার ফলে শুধু এক জন প্রার্থী রয়ে যায়। প্রতিযোগী না থাকার ফলে বিনাপ্রতিদ্বদ্ধিতায় জয় পেলেন তারিকুর রহমান জুয়েল।