‘সোনাগাজীর মামুন সহ-সাংগঠনিক সম্পাদক ‘
নিজস্ব প্রতিবেদক:
জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী প্রবাসীদের ঐক্যবদ্ধ করার লক্ষ্য নিয়ে শহীদ জিয়া স্মৃতি সংসদ ‘অল ইউরোপ আন্তর্জাতিক কমিটি’ গঠন করেছে। ১৫ জুন শহীদ জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি- রেজাউল কবির দিপু ও সাধারণ সম্পাদক নুরুল আল আমিন এ কমিটি অনুমোদন দেন।

কমিটিতে ইউরোপের বিভিন্ন দেশে অবস্থানরত ৪১ জন নেতাকর্মীকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা ইউরোপজুড়ে শহীদ জিয়ার আদর্শ ও বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
কমিটিতে মোঃ হাবিব আল আজাদ সভাপতি (পর্তুগাল), গাজী নজরুল – সিনিয়র সহ-সভাপতি (জার্মানি), ইমরান কাজল (ফ্রান্স), মোঃ শরিফ (স্পেন), কলমে আহমেদ (ইতালি), সাদেক আহমেদ সোহাগ (সুইজারল্যান্ড) ও সাইফুল ইসলাম মিঠু- সহ-সভাপতি (ইতালি),
দেলোয়ার হোসেন নিজাম– সাধারন সম্পাদক, মোহাম্মদ জিন্নাহ, মোহাম্মদ গাজী, ফেরদৌস মিতা ও সুমন সহ সম্পাদক, হারুন সাংগঠনিক সম্পাদক (বেলজিয়াম), আবদুল্লাহ আল মামুন – সহ-সাংগঠনিক সম্পাদক (পর্তুগাল), মোঃ ফজলুল হক (বাহাদুর) – সহ-সাংগঠনিক সম্পাদক (ইতালি), হেলাল উদ্দিন রনি – সহ-সাংগঠনিক সম্পাদক (ইতালি)।
সদস্য হয়েছেন, আতিকুল্লাহ (সুইডেন), আব্দুর শহীদ সোহাগ (ইতালি), গিয়াস উদ্দিন (ফ্রান্স), আজিজ (সুইডেন), মোহাম্মদ জাহাঙ্গীর আলম (পর্তুগাল), মোঃ শাকিল (পর্তুগাল), মোহাম্মদ আলামিন (স্পেন), মোঃ রফিক, মোঃ নিরব, মোঃ জসিম ও মোহাম্মদ আসাদুজ্জামান (মাল্টা)
এই কমিটিতে বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্তদের মধ্যে অন্যতম হলেন আবদুল্লাহ আল মামুন, যিনি সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে পর্তুগাল থেকে মনোনীত হয়েছেন। সংগঠনের সাংগঠনিক কার্যক্রমে পর্তুগাল শাখা অন্যতম শক্তিশালী ধারা বহন করে আসছে, যেখানে আবদুল্লাহ আল মামুনের ভূমিকা বিশেষভাবে প্রশংসিত।
এই কমিটি ইউরোপজুড়ে প্রবাসী বাংলাদেশিদের মাঝে জাতীয়তাবাদী চেতনা ছড়িয়ে দিতে অগ্রণী ভূমিকা রাখবে বলে আশা করছেন নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।