সোনাগাজী প্রতিনিধি :
ফেনীর সোনাগাজীতে অস্ত্রসহ ডাকাত দলের ৫ সদস্য্কে আটক করেছে সোনাগাজী থানা পুলিশ। ডাকাতির প্রস্তুতিকালে শনিবার (৩০ মে) ভোর রাতে উপজেলার চর চান্দিয়া ইউপির ৬নং ওয়ার্ড থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার চরগণেশ গ্রামের বাচ্চু মিয়ার ছেলে সাদ্দাম হোসেন সুমন(২৭), হারুনুর রশিদের ছেলে মঈন উদ্দিন অন্তর(২৫), চর সোনাপুর গ্রামের হোসেন আহম্মদের ছেলে নুর করিম(২৮), চরচান্দিয়া গ্রামের ওয়াজি উল্লাহর ছেলে নুর নবী ভূট্টো(৩৬), দূর্গাপুর গ্রামের মাহবুবুল হকের ছেলে নজরুল ইসলাম বাবুল(৩২)।
সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ধৃতদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ডাকাত নুর করিমের বিরুদ্ধে চাঁদাবাজি, ডাকাতি, চুরি সহ ১০টি, সাদ্দাম হোসেন সুমনের বিরুদ্ধে ডাকাতি, দস্যূতা, অস্ত্র সহ ৫ টি,নজরুল ইসলাম বাবুলের বিরুদ্ধে ০২টি, মঈন উদ্দিন অন্তরের বিরুদ্ধে ০২ টি, নুর নবী ভূট্রোর বিরুদ্ধে ১টি মামলা রয়েছে। বাংলারদর্পন