সোনাগাজী (ফেনী) প্রতিনিধি :
ফেনীর সোনাগাজী পৌর শহরে অভিযান চালিয়ে ৬ ব্যবসায়ী ও ২ পথচারীর জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলাবার দুপুরে উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাছলিমা শিরিন।
তিনি জানান, ফুটপাত দখল ও মেয়াদোত্তীর্ন পন্য রাখায় পৌর শহরের ভূঞা স্যানেটারির ১হাজার, নিউ মধুমালার ১০হাজার, হাজীর মিস্টি মেলার ৫হাজার, ফয়সাল সুপার শপ’র ৩হাজার, মিন্টু লাল ফার্মেসীর ৫শ ও ফল বিক্রেতা খোকন’র ২হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মাস্ক না পরায় ২ পথচারীকে ২শত টাকা জরিমানা করা হয়।
অপরদিকে আগামী ১সপ্তাহের মধ্যে জিরোপয়েন্টস্থ মালিক প্লাজার সামনে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের করার জন্য নির্দেশ দেয়া হয়।
তিনি আরো জানান, চলমান অভিযান অব্যহত থাকবে। অভিযানে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক পরিধানের ব্যপারে সচেতনতামুলক পরামর্শ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বাংলারদর্পণ