বিশেষ প্রতিবেদক :
শরীয়তপুরের নড়িয়ায় কাঁচের গ্লাস ঢুকিয়ে অনিক ঘোষ(১৮) নামে এক কলেজ ছাত্রকে হত্যার চেষ্টা করেছে কিশোরগ্যাং পাঠান গ্রুপের সদস্যরা।
৯জুন রাত ৮টার দিকে উপজেলার ভোজেস্বর বাসস্ট্যান্ড সংলগ্ন লতিফের দোকানে পেছনে এ ঘটনা ঘটে। হত্যা চেষ্টার ঘটনায় অনিকের চাচীর দায়ের করা মামলায় প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান নড়িয়া থানার ওসি মোস্তাফিজুর রহমান।
জানাগেছে, গত ৯জুন রাতে তুচ্ছ ঘটনার জেরে নড়িয়ার মাগুরা গ্রামের অনিল ঘোষের ছেলে অনিক ঘোষকে বাসস্ট্যান্ড থেকে লতিফের দোকানের পেছনে নিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে কিশোরগ্যাং পাঠান গ্রুপের প্রধান মিরাজ পাঠান(১৭), সদস্য মারুফ মৃধা(১৭) ও মুন্না শিকদার(১৮)সহ ৫জন। এক পর্যায়ে কাঁচের গ্লাস ভেঙে অনিকের মাথায় ঢুকিয়ে হত্যার চেষ্টা চালায় হামরাকারীরা।
অনিক নড়িয়া সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র।
এ ঘটনায় অনিকের চাচী রিনা রানী বাদি হয়ে জড়িতদের বিরুদ্ধে নড়িয়া থানায় মামলা দিয়েছেন। তিনি বলেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারনে অনিকের শারিরীক অবস্থা আশংকাজনক।
এ ঘটনায় জড়িতদের দৃষ্ট্রান্তমুলক শাস্তি ও কিশোরগ্যাং দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার দাবি জানিয়েছেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী সোসাইটির সাংগঠনিক সম্পাদক সুশান্ত ঘোষ কার্তিক।
এ ব্যপারে শরীয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আহসান হাবীব বলেন, অনিক ঘোষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় এজাহার নামীয় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যহত আছে।
সম্পাদনায় : সৈয়দ মনির/ বাংলারদর্পণ/ নড়িয়া/ শরীয়তপুর।