সোনাগাজীতে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা ও ভাংচুর

সোনাগাজী(ফেনী) প্রতিনিধি :
ফেনীর সোনাগাজী উপজেলার উত্তর চরচান্দিয়ায় বীর মুক্তিযোদ্ধা গোলাম মাওলা ও গোলাম রাব্বানির বাড়িতে হামলা ও ভাংচুর করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে সোনাগাজী পৌরসভার ৩নং ওয়ার্ডে পাটোয়ারি বাড়ীতে এ ঘটনা ঘটে।

হামলাকারীরা বীর মুক্তিযোদ্ধা সন্তানদের মারধর ও অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মিত বাড়ীর সীমানা প্রাচীরের প্রায় দেড়শ ফুট ভাংচুর করে। এ ঘটনায় আহত মুক্তিযোদ্ধা সন্তান সাংবাদিক এতেশামুল হক বিপ্লব বাদী হয়ে শনিবার দুপুরে সোনাগাজী থানায় অভিযোগ দিয়েছেন।

পুলিশ ও অভিযোগ সুত্রে জানাগেছে, শুক্রবার (৭জুন) বিকালে মুক্তিযোদ্ধা গোলাম মাওলার ছেলে দৈনিক এবেলা’র বিশেষ প্রতিনিধি সাংবাদিক বিপ্লব বাড়ীর অঙ্গিনায় বসে স্থানীয় দুই মুরব্বির সাথে গল্প করছিলেন। এসময় স্থানীয় সরকার বিভাগের চট্টগ্রাম বিভাগীয় প্রকল্প কর্মকর্তা আমিনুর রশিদ মাসুদের দুই ভাই মাহাতাবুর রশিদ ও মাছুমুর রশিদ এবং চাচাতো ভাই সাইফুল ইসলামের নেতৃত্বে বিপ্লবকে পিটিয়ে হত্যার চেষ্টা চালায়। স্থানীয়দের সহযোগীতায় বিপ্লব প্রাণে রক্ষা পায়।

সে বর্তমানে ফেনীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। রাতে হামলাকারিরা বিপ্লবের বাড়ির চতুর্পাশের প্রায় দেড়শ ফুট সীমানা প্রাচীর ভাংচুর করে এতে প্রায় ৫০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আহত সাংবাদিক বিপ্লব বলেন, এলজিইডির কর্মকর্তা আমিনুর রশিদ মাসুদগং ক্ষমতার দাপট দেখিয়ে আমাদের মালিক দখলীয় পুকুর ভরাট করার চেষ্টা করলে আমরা বাধা দেই। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসী দিয়ে আমার বাড়ি দখলের চেষ্টা করছেন। বাধা দেয়ায় আমাকে প্রাণে মারার চেষ্টা করছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

এ ব্যপারে প্রধান অভিযুক্ত মাহতাবুর রশিদ জানান, বাড়ির সামনে একটি বিতর্কিত সীমানা প্রাচীর নিয়ে বিপ্লবের সাথে বাক-বিতন্ডা হয়। রাতে কারা দেয়াল ভেঙেছে তিনি জানেন না। তার দাবি, তাদেরকে মামলায় ফাঁসানোর জন্য দেয়ালটা ভাঙানো হয়েছে।

সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বীপ রায় বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *