কুলিয়ারচরে সরকারি কর্মজীবি কল্যাণ পরিষদের কমিটি গঠন :শহিদুল্লাহ সভাপতি – লায়েছ সম্পাদক

মুহাম্মদ কাইসার হামিদ, কিশোরগঞ্জ :

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা সরকারি কর্মজীবি কল্যাণ পরিষদের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১৮জুলাই) বিকালে কুলিয়ারচর শপিং কমপ্লেক্সে পরিষদের অস্থায়ী কার্যালয়ে মো. শাফি উদ্দিনের সভাপতিত্বে এক আলোচনা সভা শেষে পূর্বের কমিটি বিলুপ্ত করে সর্বসম্মতিক্রমে ঢাকা অডিট অফিসের অডিট এন্ড একাউন্স অফিসার মো. শহিদুল্লাহকে সভাপতি, কুলিয়ারচর এলজিইডি অফিসের নক্সাকার (উপ-সহকারী প্রকৌশলী) এম. এ লায়েছকে সাধারণ সম্পাদক ও কুলিয়ারচর বাজার আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আলম (রাশিদ) কে সাংগঠনিক সম্পাদক করে ২ বছর মেয়াদী ২৫ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মো. ময়েজ উদ্দিন খান, সৈয়দ মো. জাকারিয়া, মো. কুদ্দুছ উন নুর ও মো. শাফি উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আইয়ুব খান ও মো. আনিছুর রহমান তৌহিদ, সহ-সাংগঠনিক সম্পাদক আবু সায়েম ভূইয়া ও মো. সামসুদ্দিন হিমেল, অর্থ সম্পাদক মো. মোশারফ হোসেন, সহ-অর্থ সম্পাদক প্রদীপ কুমার সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন,

সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শরিফ উদ্দিন, দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান বাদল, সহ-দপ্তর সম্পাদক মিজানুর রহমান ফারুক, শিক্ষা ও সমাজ কল্যাণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সহ-শিক্ষা ও সমাজ কল্যান সম্পাদক ফরিদ উদ্দিন আহম্মদ, ক্রীড়া সম্পাদক মো. আবুল হাসেম, সহ-ক্রীড়া সম্পাদক উবায়দুল্লাহ সুজন, মহিলা সম্পাদক মাহমুদা মেরাজ, কার্যনির্বাহী সদস্য মো. শাহ আলম, মো. ফজলে এলাহী ও হোসনে আরা পারভীন। বাংলারদর্পন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *