ফেনী প্রতিনিধি :
ফেনীর ছাগলনাইয়া উপজেলা নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ উঠেছে ফেনী-১ আসনের এমপি আলাউদ্দিন আহম্মদ চৌধুরী নাসিমের বিরুদ্ধে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে বৈঠক ও দলীয় সমর্থীত প্রার্থী ঘোষনার দায়ে রোববার রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এক চেয়ারম্যান প্রার্থী। তবে উপজেলা নির্বাচন নিয়ে নির্বাচনি এলাকায় কোন প্রার্থীর সাথে বৈঠক হয়নি বলে জানিয়েছেন এমপি নাসিম চৌধুরী।
অভিযোগ সুত্রে জানাগেছে, ছাগলনাইয়া উপজেলা নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে গত ৩মে ঢাকাস্থ বাসভবনে বৈঠক করেন ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহম্মদ চৌধুরী নাসিম। বৈঠকের পর ছবিসহ ফেসবুকে জেলা আওয়ামীলীগ ও এমপি মনোনিত চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মজুমদার, ভাইস চেয়ারম্যান প্রার্থী এনামুল হক মজুমদার এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বিবি জুলেখা শিল্পীর নাম প্রচার করে আওয়ামীলীগের নেতাকর্মীরা।
পরদিন (৪মে) ছাগলনাইয়া জিরোপয়েন্টে তিন প্রার্থীকে নিয়ে পথসভা করে ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগ। সভায় তাদেরকে আওয়ামীলীগ ও স্থানীয় এমপি মনোনিত প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয়। এ ঘটনায় স্থানীয় নির্বাচনে এমপির হস্তক্ষেপ মনে করে রিটার্নিং অফিসার বরাবারে রোববার (৫মে) লিখিত অভিযোগ দেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও সিনিয়র সাংবাদিক কাজী জায়েদ মোহাম্মদ গোলাম ফারুক।
তিনি বলেন, নির্বাচনি আচরণবিধি অনুযায়ী মন্ত্রী -এমপি স্থানীয় নির্বাচনে কোনভাবে হস্তক্ষেপ করতে পারেন না। কিন্তু সেই আইন অমান্য করেছেন ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহম্মদ চৌধুরী নাসিম।
লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা প্রশাসক ও ছাগলনাইয়ার রিটার্নিং অফিসার অভিষেক দাশ বলেন, অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে।
এ ব্যপারে ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহম্মদ চৌধুরী নাসিম বলেন, উপজেলা নির্বাচন নিয়ে আমি নির্বাচনি এলাকায় কোন বৈঠক করিনি। দলীয় নেতাকর্মীরা আমার ঢাকার বাসায় এসেছেন। সেখানে তাদের সাথে ঘরোয়া বৈঠক হয়েছে। এতে কোনভাবে স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি লঙ্ঘণ হয়নি।