ফেনীতে জেলা প্রশাসনের অভিযানে ৪ প্রতিষ্ঠানের অর্থদন্ড | বাংলারদর্পন

ফেনী প্রতিনিধি :

ফেনীর ভিতরের বাজার ও ট্রাংক রোডে আজ ৩১ মে দুপুরে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন, ফেনী। এ অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।

 

ফেনীর ভিতরের বাজারের খদ্দেরপট্টির একটি দোকান নিয়তি স্টোর। সেখানে সাজিয়ে রাখা সারি সারি শিশু খাদ্যের বেহাল দশা দেখা। আচার, ফ্রুটজেল, লিচু, চকোলেট, জুসসহ হরেক রকমের শিশুখাদ্য। এসব খাবার তৈরী হয়েছে ফেনীতে অথচ গায়ে লেখা দেশের বিভিন্ন স্থানের নাম। অনেকগুলোর গায়ে লেখা মেয়াদ অনেক আগেই চলে গেছে। ফ্রুটজেল কোথায় বানানো হয়েছে সেটি দোকানি জানেন না। প্রকৃতপক্ষে এসব শিশু খাবার অনুমোদনহীনভাবে ভেজাল দ্রব্য দিয়ে তৈরী করা হচ্ছে। এক পর্যায়ে ম্যাজিস্ট্রেট দোকানের মালিককে জিজ্ঞেস করেন, ” আপনি আপনার বাচ্চাকে এগুলো খেতে দিবেন”। জবাবে দোকানি মাথা নিচু করে বলেন, ” না, অবশ্যই না”।  নিয়তি স্টোর থেকে জব্দ করা হয় প্রচুর পরিমাণ নকল ও ভেজাল শিশু খাদ্য। আদালত দোকানের মালিক চিনুলাল নাথ ( ৪৬) কে এক (১) লক্ষ টাকা অর্থদন্ডে দন্ডিত করে। একই রকম পণ্য পাওয়ায় ধানপট্টির ভুঁইয়া ট্রেডার্সের দাউদুল ইসলামকে (৬৬) ৩০,হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।

 

এছাড়াও শহরের ট্রাংক রোডে অবস্থিত শিল্পী স্টোরের মালিক লিটন চৌধুরী (৪৫) ও স্বদেশ বিতানের নুরুল আফসার (৪১) কে বিদেশী সিগারেট অনুমোদনহীনভাবে বিক্রির অপরাধে ২০হাজার – করে মোট ৪০হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

 

অভিযানে সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা সাইফ উদ্দিন, জেলা স্যানিটারি ইন্সপেক্টর সুজন বড়ুয়া ও ব্যাটালিয়ান আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *