ছাগলনাইয়ায় দুই নেতার ফেসবুক স্ট্যাটাসে তোলপাড়

ফেনী প্রতিনিধি :
ষষ্ঠ উপজেলা নির্বাচনে ৪র্থ ধাপে ছাগলনাইয়া উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের তপশিল ঘোষনার পর থেকে আলোচনায় ছিলেন ছাগলনাইয়া উপজেলার বর্তমান চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। শুক্রবার বিকালে জেলা আওয়ামীলীগ চট্টগ্রামের ব্যবসায়ী মিজানুর রহমান মজুমদারকে চেয়ারম্যান পদে সমর্থন দেয়ার খবর প্রচার করে ব্যক্তিগত আইডিতে স্থানীয় নেতারা স্ট্যাটাস দেন।

জানাগেছে, শুক্রবার সন্ধ্যায় জেলা আওয়ামীলীগের সমর্থন পাওয়ার কথা উল্লেখ করে ফেনী জেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান মজুমদার ফেসবুকে লিখেছেন, ‘ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আমাকে এককভাবে মনোনয়নপত্র নেওয়ার জন্য অনুমতি দিয়েছেন জেলা আওয়ামী লীগ। এজন্য ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহম্মদ চৌধুরী নাসিম ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

অপরদিকে, ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থীতা ঘোষণা দিয়ে উপজেলাবাসী ও আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সমর্থন চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন ছাগলনাইয়ার বর্তমান উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।

শুক্রবার বিকালে ওই ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন, ছাগলনাইয়া উপজেলা নির্বাচন উন্মুক্ত করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। তাই তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে সবার দোয়া ও সমর্থন চান।

দায়িত্বশীল যুবলীগ- ছাত্রলীগ নেতাদেরও পাল্টা-পাল্টি স্ট্যাটাস দিতে দেখা গেছে। এতে তোলপাড় সৃষ্টি হয় ছাগলনাইয়া জুড়ে।

এ ব্যপারে জেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাড. হাফেজ আহম্মদ বলেন, চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগ সদস্য মিজানুর রহমান মজুমদার , ভাইস চেয়ারম্যান পদে এনামুল হক মজুমদার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিল্পী আক্তারকে সমর্থন দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *