ফেনী:
ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ বাসস্ট্যান্ডে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে একজনকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

রবিবার বিকাল ৫টার দিকে বাসস্ট্যান্ড সংলগ্ন যাত্রী ছাউনির সাফওয়ান টি-স্টোরে এ ঘটনা ঘটে।
জানাগেছে, যাত্রী ছাউনিতে টি-স্টল দিয়েছেন উপজেলার ভাদাদিয়া গ্রামের মোহাম্মদ বাবুলের ছেলে নিলয়। প্রতিদিন সেখানে আড্ডা দেন একই গ্রামের আবির হোসেন ছোটন (২৩)। ছোটন রমজান আলী বাড়ীর মৃত মোহাম্মদ কালামিয়ার ছেলে ও যুবলীগের কর্মী।
রবিবার বিকালে ওই দোকানের সামনে গেলে ছোটনের কাছে পুর্বের পাওনা ১০টাকা দাবি করে নিলয়।
এতে ছোটন ক্ষিপ্ত হয়ে নিলয়কে প্রথমে ঘুষি মারার চেষ্টা করে ছোটন। এরপর নিলয়ের ভাই আরিফুর রহমান হৃদয়ের সাথে সংঘর্ষে জড়ায় ছোটন। এক পর্যায়ে ছোটনের বুকে ছুরিকাঘাত করে হৃদয় পালিয়ে যায়।
স্থানীয়রা উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা দেন।
সোনাগাজী মডেল থানার ওসি সুদীপ দাস বলেন, খবর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যার সাথে ঘটনার সুত্রপাত সেই নিলয়কে আটক করা হয়েছে। হৃদয়কে গ্রেপ্তারে অভিযান চলছে।