ফের জয়ের পথে জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী

ফেনী প্রতিনিধি :

ফেনী-৩ (সোনাগাজী -দাগনভুঞা) আসনে ফের জয়ের পথে জাতীয় পার্টির প্রার্থী জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী। তিনি ফেনী-৩ আসনের বর্তমান সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য।

জানাগেছে, সোনাগাজী ও দাগনভুঞা উপজেলা নিয়ে গঠিত ২৬৭ (ফেনী-৩) আসন। স্বাধীনতার পর থেকে এ আসনে যুদ্ধকালীন এমপি বীর মুক্তিযোদ্ধা এবিএম তালেব আলী (আওয়ামীলীগ), মজিবুল হক চৌধুরী (জাতীয় পার্টি), মাহবুবুল আলম তারামিয়া(বিএনপি), মোশারফ হোসেন (বিএনপি), হাজী রহিম উল্যাহ (স্বতন্ত্র) ও সর্বশেষ জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি নির্বাচিত হয়েছিলেন।

তিনবার আওয়ামীলীগ, চারবার বিএনপি ও দুইবার জাতীয় পার্টি থেকে এ আসনে এমপি নির্বাচিত হলেও আসনটিতে আওয়ামীলীগ -বিএনপির সমর্থক প্রায় সমান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচন বর্জন করেছে, অপরদিকে আ’লীগ তাদের প্রার্থী প্রত্যাহার করে নিয়েছে। ব্যালটে থাকছেনা নৌকা ও ধানেরশীষ।

আওয়ামী লীগ নেতৃবৃন্দ ইতিমধ্যে প্রতিটি ওয়ার্ডে সভা-সমাবেশ ও গণসংযোগে জাতীয় পার্টির প্রার্থীকে লাঙ্গল প্রতীকে সমর্থণ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনপি ও তাদের সমমনা দলগুলো ভোট বর্জনের ঘোষনা দেয়ায় তাদের মুল সমর্থকরা কেন্দ্রে যাবেনা এটা নিশ্চিত। ভোট কেন্দ্রে যেতে পারেন আ’লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষের সমর্থকরা।

এসব হিসেব মতে ফের নির্বাচিত হতে পারেন জাতীয় পার্টির প্রার্থী মাসুদ চৌধুরী।

তবে জয়ের ব্যপারে আশাবাদি সাবেক এমপি ও জেদ্দা মহানগর আ’লীগের সাবেক সভাপতি হাজী রহিম উল্যাহ। তিনি ঈগল প্রতীকে নির্বাচন করছেন। তার অনুসারী কিছু নেতাকর্মী নিয়ে মাসব্যাপী ব্যাপক প্রচার প্রচারনা চালিয়েছেন।

দাগনভুঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন বলেন, জেলা আ’লীগের নির্দেশের প্রতি সম্মান জানিয়ে মাসুদ চৌধুরীর পক্ষে দাগনভুঞা উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগি সংগঠনের প্রতিটি ইউনিটের নেতৃবৃন্দ একাট্টা।

সোনাগাজী উপজেলা আ’লীগের সভাপতি প্রফেসর মফিজুল হক বলেন, লাঙ্গলের সমর্থনে নৌকা প্রত্যাহার করেছেন আমাদের দলের সভানেত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। সোনাগাজী উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ লাঙ্গলের পক্ষে আছেন। তাই মাসুদ চৌধুরীর বিজয় সুনিশ্চিত।
#সৈয়দ মনির আহমদ, ফেনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *