ষড়যন্ত্রের জবাব দিতে ৭ জানুয়ারি ভোট দিন: নাসিম চৌধুরী

ফেনী :
ফেনী-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বলেছেন, স্বাধীনতা বিরোধি, উন্নয়ন বিরোধি, দেশ বিরোধি ও শেখ হাসিনার বিরোধিরা নির্বাচন বানচালের চেষ্টা করছেন। দেশে – বিদেশে নানামুখী ষড়যন্ত্র করছে, এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে ৭ জানুয়ারি কেন্দ্রে গিয়ে ভোট দেবেন।

শেখ হাসিনার নেতৃত্বে আমরা স্মার্ট বাংলাদেশের মত স্মার্ট ফেনী গড়ে তুলব ইনশাআল্লাহ। এজন্য ভোটাররা কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। মঙ্গলবার ফুলগাজীতে এক পথসভায় তিনি এসব কথা বলেন।


আলাউদ্দিন নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে, জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবে। কেউ কাউকে বাধা দিবেনা।

এর আগে সকালে চিথলিয়া থেকে শুরু করে পরশুরাম ও ফুলগাজী উপজেলার বিভিন্ন গ্রামে নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ করেন নাসিম চৌধুরী।

এসময় গণসংযোগে ছিলেন, ঢাকা মহানগর যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, জেলা আ’লীগের সহ সভাপতি খায়রুল বশর মজুমদার, ফুলগাজী উপজেলা আ’লীগ সভাপতি আবদুল আলিম, সাধারন সম্পাদক হারুন মজুমদার প্রমুখ।

ফেনী/বাংলারদর্পণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *