ফেনীতে বিষপানে যুবকের আত্মহত্যা

ফেনী:

পরশুরামে এক কিশোরীকে উত্ত্যক্তের অভিযোগে মারধর করায় ক্ষোভে বিষপানে নুরুল আবছার (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফেনী আধুনিক জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নুরুল আবছার উপজেলার চিথলিয়া ইউনিয়নের চন্দনা গ্রামের মো. ইউসুফের ছেলে। তিনি নির্মাণ শ্রমিক ছিলেন।

নুরুল আবছারের বাবা মো. ইউসুফ জানান, দুপুরে রাজেশপুর গ্রামের নুর নবীর ছেলে মহিন ও তার চার-পাঁচজন সহযোগী মিলে এক কিশোরীকে উত্ত্যক্তের মিথ্যা অভিযোগে এনে আবছারকে মারধর করেন। সে ক্ষোভে নিজ বাড়িতে এসে বিষপান করে। বাড়ির লোকজন তাকে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়া তাকে ফেনী সদর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় আবছারের মৃত্যু হয়।

পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন খাঁন বলেন, বিষয়টি শুনেছি। তবে এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *