ফেনী রেলস্টেশন প্লাটফর্ম থেকে দোকান উচ্ছেদ

ফেনী :
ফেনী রেলস্টেশন প্লাটফর্ম থেকে ২৭টি দোকান উচ্ছেদ করেছে রেলওয়ে পুর্বাঞ্চল। রোববার সকালে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন রেলওয়ে পুর্বাঞ্চল’র সহকারি কমিশনার (বাণিজ্য) শাহাদাত হোসেন, ফেনী স্টেশন মাস্টার মোহাম্মদ হারুন, রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম ও আরএনবির ইনচার্জ মোয়াজ্জেম হোসেন।

জানাযায়, ১৯৪৮ সাল থেকে বৈধভাবে ইজারা নিয়ে ফেনী রেলস্টেশন প্লাটফর্মে অস্থায়ী দোকান করছেন স্থানীয় কিছু ব্যবসায়ী। নিয়মিত রেলওয়ের কর পরিশোধ করে আসছেন তারা। মুজিববর্ষ উপলক্ষে ২০২০ সালে রেল মন্ত্রণালয় স্টেশনের প্লাটফর্মগুলো দোকান ও হকারমুক্ত ঘোষনা করে। সে অনুযায়ী দেশের প্লাটফর্ম দোকানমুক্ত করা হচ্ছে।

তারই অংশ হিসেবে ফেনী প্লাটফর্মের ২৭টি দোকান মালিককে অন্যত্র সরে যাওয়ার জন্য নোটিশ দেয় কর্তৃপক্ষ। প্রায় তিনবছর পরও কোন দোকান স্বেচ্ছায় সরানো হয়নি। দোকান মালিকগণ প্লাটফর্মের পাশ্ববর্তি রেলের জায়গায় দোকান নির্মানের দাবি জানান। এরই প্রেক্ষিতে প্লাটফর্মের বাহিরে রেলওয়ের পরিত্যাক্ত জায়গায় দোকান স্থানান্তরের নির্দেশ দেয়া হয়।

বাদল টি স্টলের মালিক মোহাম্মদ বাদল বলেন, ৪০বছর ধরে আমরা বৈধভাবে ইজারা নিয়ে ব্যবসা করছি। হঠাৎ আমাদেরকে উচ্ছেদ করা হচ্ছে। প্লাটফর্মের বাহিরে যেখানে যাওয়ার জন্য বলা হচ্ছে, সেখানে ব্যবসা পরিচালনা করা সম্ভব নয়। ক্রেতারা সেখানে যাবেনা। যাত্রীসেবা টি স্টোরের মালিক শাহজাহান বলেন, দোকান স্থানান্তরের জন্য আমাদেরকে সময় দিতে হবে। রোববার সকাল ১০টার দিকে হঠাৎ দোকানে তালা মেরে দিয়েছে, তারা আমাদের কোন কথাই শুনছেন না।

স্টেশনমাস্টার মোহাম্মদ হারুন বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়ার পর থেকে গত তিন বছরে বহুবার নোটিশ দেয়া হয়েছে। দোকান মালিকদের সাথে দফায় দফায় বৈঠক হয়েছে। তারা সময়ক্ষেপণ করায় অভিযান পরিচালনা করতে বাধ্য হয়েছি। যেহেতু তারা বৈধ ইজারদার, সেহেতু তাদেরকে প্লাটফর্মের বাহিরে রেলওয়ের জায়গায় দোকান করার সুযোগ করে দিচ্ছি। এটা উচ্ছেদ নয় স্থানান্তর হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *