মাে. ইমাম উদ্দিন সুমন , নােয়খালী প্রতিনিধি :
ইসলাম কখনাে জঙ্গিবাদকে সমর্থন করে না, বঙ্গবন্ধুর স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে চলমান উন্নয়ন বাধাগ্রস্ত করতে ও বাংলাদেশ কে একটি সাম্প্রদায়িক পরি¯িতি তৈরি করতে আজ জঙ্গিরা দেশের প্রত্যন্ত অঞ্চলে আস্তানা তৈরি করে চলছে। সবাইকে ঐক্যবদ্ধ ভাবে জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে। গতকাল ২১ মার্চ সুবর্ণচর উপজেলা ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চরজুবিলী রবানিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার প্রাঙ্গন বিদায় সংবর্ধনা অনুষ্ঠান এসব কথা বলন, নায়াখালী জলা আওয়ামীলীগর সভাপতি ও সুবর্ণচর উপজলা চয়ারম্যান এইচ এম খায়রুল আলম চধুরী সলিম। নােয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক ও চরজুবিলী রবানিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সভাপতি সুব্রত কুমার দে এর সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার হারুন অর রশিদ, উক্ত মাদ্রাসার সাবেক অধ্যক্ষ এ.ক.এম অজি উল্যা, সুর্বণচর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভােকেট ওমর ফারুখ, সৈকত বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মােনায়েম খান, রায়পুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মাে. আব্দুল কাদের, আয়েশা (রাঃ) মহিলা কামিল মাদ্রাসা অধ্যক্ষ এ.কে.এম রহুল আমিন কামাল। পরে অতিথিরা নগদ অর্থ ও বিভিন্ন উপহার সামগ্রাী দিয়ে চরজুবিলী রবানিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার বর্ষীয়ান উপাধ্যক্ষ মাওলানা কেফায়েত উল্যা ও সহাকারী অধ্যাপক হােছাইন মােহাম্মদ হেলালী কে বিদায় সংবর্ধণা দেয়।