আলকরা ইউপির সাবেক চেয়ারম্যান সদ্য কারামুক্ত বাচ্চুকে সংবর্ধনা

 

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউপির সাবেক চেয়ারম্যান কারামুক্ত ইসমাইল হোসেন বাচ্চুকে গতকাল শুক্রবার বিকেলে সংবর্ধনা দিয়েছে এলাকাবাসী। উপজেলার লাটিমী রাস্তার মাথা থেকে মোটরসাইকেল বহর নিয়ে নেতাকর্মী ও এলাকাবাসী তাকে তার গ্রামের বাড়ি কুলাসারে নিয়ে যায়। পরে তিনি গ্রামের জামে মসজিদে জুমার নামাজ আদায়, নিহত যুবলীগ নেতা জামাল উদ্দিন ও তার পিতা-মাতার কবর জিয়ারত করেন। সংবর্ধনা অনুষ্ঠানে চেয়ারম্যান বাচ্চু ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি সেলিম ভূঞা, জসিম উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য জাহিদ হোসেন মোল্লা, ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি আবদুল আউয়াল সোহেল, সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন মামুন, যুগ্ম সম্পাদক রিয়াজ মিয়াজী,  সাবেক ইউপি সদস্য জিয়া উদ্দিন, আওয়ামীলীগ নেতা জিয়া উদ্দিন শিমুল, যুবলীগ নেতা খলিল উল্লাহ, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদ বিন শুভ প্রমূখ।

অনুষ্ঠানে কারামুক্ত চেয়ারম্যান ইসমাইল হোসেন বাচ্চু বলেন, ‘একটি স্বার্থান্বেষী মহল গত ইউপি নির্বাচনের আগে আমার জনপ্রিয়তাকে ক্ষুন্ন করতে যুবলীগ নেতা জামালকে হত্যা করে। অথচ জামাল উদ্দিন ১৯৯৬-২০১৫ সাল পর্যন্ত পরিবারের সদস্য হিসেবে আমার সাথে বসবাস করছিল। সেই জামালের হত্যার সাথে আমি কোন ভাবেই জড়িত নই দাবী করে তিনি জামাল হত্যা মামলার প্রকৃত আসামীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেন।

উল্লেখ্য: গত ২০১৬ সালের ৮ জানুয়ারী দুর্বৃত্তরা গুলি ও কুপিয়ে হত্যা করে যুবলীগ নেতা জামালকে। এ ঘটনায় তৎকালী ইউপি চেয়ারম্যান ইসমাঈল হোসেন বাচুচকে প্রধান আসামী করে থানায় মামলা দায়ের করে। ওই মামলায় আদালতে আত্মসমর্পনের পর দীর্ঘ ১ মাস ২২ দিন কারাভোগের পর জামিনে তিনি মুক্তি লাভ করেন। কারামুক্তির পর তিনি স্থানীয় সংসদ সদস্য ও রেলমন্ত্রী মুজিবুল হক মুজিবের সাথে স্বাক্ষাৎ করেন। এসময় মন্ত্রী তাকে এলাকায় গিয়ে গণমানুষের জন্য কাজ করতে নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *