ফেনী :
সোনাগাজী সদর ইউনিয়নের ছাড়াইত কান্দি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে মনগাজী বাজারের হোমিও চিকিৎসক ডা. মিজানকে পিটিয়ে হত্যা করা হয়েছে ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে শুক্রবার সকালে মাইন উদ্দিন মামুন ও তার সহযোগিদের হামলায় গুরুতর আহত হন হোমিও চিকিৎসক মিজানুর রহমান।
পুলিশের সহায়তায় উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করে বাড়ীর লোকজন।
সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যু বরন করে।
সোনাগাজী মডেল থানার ওসি খালেদ হোসেন জানান ,জমি সংক্রান্ত বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে ।