চট্টগ্রাম ব্যুরো :
চট্টগ্রাম র্যাব-৭, গোপন সংবাদের মাধ্যমে কক্সবাজার জেলার উখিয়া থানাধীন বালুখালী এলাকায় কতিপয় অস্ত্রাধারী সন্ত্রাসী অবৈধ অস্ত্র-সস্ত্রসহ সন্ত্রাসী কার্যকলাপ সৃষ্টির উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ১৫ ফেব্রয়ারি ২০১৮ ইং তারিখ ০০৪৫ ঘটিকার সময় মেজর মোঃ রুহুল আমিন এর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আসামী মোঃ আবু বক্কর সিদ্দিক (৩২), পিতা-মৃত আমিন উল্লাহ, ব্লক-ডি-৫, কুতুপালং, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার’কে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে তল্লাশী করে ০১ টি এসবিবিএল এবং ০২ রাউন্ড ১২ বোর কার্তুজ উদ্ধার করা হয়। আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে উক্ত অবৈধ অস্ত্র দিয়ে বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ করে থাকে এবং এলাকায় প্রভাব বিস্তারের লক্ষ্যে সর্বদা অবৈধ অস্ত্র মজুদ রাখে।
৩। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত অস্ত্র পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ১৮৭৮ সনের আর্মস এ্যাক্টের (সংশোধনী/২০০৪) ১৯অ/১৯(ভ) ধারায় কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।