ফেনীতে সাংগঠনিক সফরে বিএফইউজে যুগ্ম মহাসচিব

ফেনী প্রতিনিধি:
সাংগঠনিক সফরে শুক্রবার বিকালে ফেনী ঘুরে গেলেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন’র যুগ্ম মহাসচিব কাজী মহসিন। তাঁর সফর সঙ্গী ছিলেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন’র নির্বাহী সদস্য প্রণব বড়ুয়া, কামাল উদ্দিন ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক সাবুর আহমেদ শুভ।

বিকালে ফেনীর অভিজাত বেস্টইন রেস্টুরেন্টে বিএফইউজে নেতৃবৃন্দকে উষ্ণ অভ্যর্থনা জানান ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি যতন মজুমদার, নির্বাহী সদস্য ও ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুকদেব নাথ তপন, সাধারণ সম্পাদক জহিরুল হক মিলন এবং কোষাধ্যক্ষ সৈয়দ মনির আহমদ।

ফেনীতে সাংগঠনিক সফরে বিএফইউজে যুগ্ম মহাসচিব

সন্ধ্যায় ফেনীর সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আ’লীগের উপদেষ্টা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারীর সমাধিসৌধ মুজিব উদ্যান পরিদর্শন, শোক বইয়ে সাক্ষর এবং কবর জিয়ারত করেন বিএফইউজে নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *