ফেনী :
ফেনীর এসএসকে রোডে অভিযান চালিয়ে ৪ হাজার ৮৪৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারীকে আটক করেছে র্যাব-৭ ফেনী ক্যাম্প।
র্যাব-৭ ফেনী ক্যাম্প জানান গোপন সংবাদের ভিত্তিতে এসএসকে রোডস্থ জেড ইউ মডেল হাসপাতালের সামনে মাদকদ্রব্য ইয়াবাসহ অবস্থান করছে।
এমন সংবাদে রাত সাড়ে ৯টায় র্যাব-৭ সিপিসি-১ ফেনী ক্যাম্পের একটি আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে কক্সবাজার জেলার টেকনাফ থানার হোয়াইকং তুলাতুলি গ্রামের জালালাবাদের ছেলে মোঃ আব্দুল মান্নান (২২)গ্রেপ্তার করে।
পরে দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের পকেট হতে ২৫ টি নীল রংয়ের পলিজিপার প্যাকেটে মোট ৪ হাজার ৮৪৮ পিস হালকা গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক কারবারি জানায় সে সুকৌশলে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে এনে ফেনী, ঢাকাসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন জায়গার মাদক চোরাকারবারি ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২৪ লক্ষ ২৪ হাজার টাকা।