ফেনী :
ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের খাজুরিয়া গ্রামের স্ত্রী আয়েশা আক্তার মুক্তা হত্যার দায়ে স্বামী আবদুল কাদের জাকারিয়া (৪০) কে মৃত্যুদন্ড ও ৩০হাজার টাকা অর্থদন্ডের রায় দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে ফেনীর অতিরিক্ত দায়রা জজ সৈয়দ মো. কায়সার মোশারফ ইউছসুফ এ রায় প্রদান করেন।
আদালত সূত্র জানায়, ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের খাজুরিয়া গ্রামের আবদুল কাদেরের সাথে ২০১২ সালে ছাগলনাইয়া উপজেলার ছয়ঘরিয়া গ্রামের মৃত রফিকুল ইসলামের কন্যা আয়েশা আক্তার মুক্তার বিয়ে হয়।
বিয়ের দেড় মাস পরে ২০১২ সালের ৫ জানুয়ারি রাতে আসামি আবদুল কাদের তার শোবার ঘরে মারধর ও গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করে।
তারপর প্রচার করে মুক্তা আকস্মিকভাবে অসুস্থ ও সংজ্ঞাহীন হয়ে পড়েছে। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মুক্তার মা বাদী হয়ে ফুলগাজী থানায় হত্যা মামলা রুজু করেন।