ছাগলনাইয়াতে ভুয়া ডাক্তারকে জরিমানা | বাংলারদর্পণ

মোঃ মিরাজ উদ্দিন হৃদয়,
ছাগলনাইয়া,ফেনী।

ফেনীর ছাগলনাইয়া মোবাইল কোর্টের মাধ্যমে ভুয়া হাড়ভাঙ্গা চিকিৎসালয়কে ৩০হাজার টাকা জরিমানা করেছে ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হুমায়রা ইসলাম।

আজ ২৫ শে এপ্রিল রবিবার সকাল ১১টায় গোপন তথ্যের ভিত্তিতে ছাগলনাইয়া বাজারে ব্যাবসায়িক কাগজপত্র বিহিন হাড় ভাঙ্গার চিকিৎসালয় একটি প্রতিষ্ঠান কে জরিমানা করেন।

সহকারী কমিশনার হুমায়রা ইসলাম জানিয়েছেন অনেক ভুক্তভোগী তার অফিসে গিয়ে অভিযোগ করেছেন ছাগলনাইয়া বাজারে হাড়ভাঙ্গা চিকিৎসালয় সেজে এলাকার সহজ সরল মানুষের সাথে বড় ধরনের প্রতারণা করে আসছে সেজন্য তাকে ৩০ টাকা হাজার টাকা জরিমানা ও দোকানে তালা লাগিয়ে সিলগালা করে দেওয়া হয়েছে।

হাড় ভাঙ্গার ভুয়া চিকিৎসক আব্দুল মোতালেব নিজেকে দোষী হিসেবে স্বীকার করে নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *