ফেনী প্রতিনিধি – ফেনীর সোনাগাজীতে বিশেষ অভিযানের মাধ্যমে কাঁচা বাজারস্থ মান্নান বেকারীকে ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান অাদালত। রোববার সকালে উক্ত ভ্রাম্যমান অাদালত পরিচালনা করেন সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার মো. মিনহাজুর রহমান।
ওই সময় জৈনপুরী মসল্লা হাউজ , মীরকাসেম ষ্টোর, জসিম মুদি দোকান কে বেজাল খাদ্য উৎপাদন ও বিক্রির দায়ে অর্থদন্ডে দন্ডিত করা হয়।