সোনাগাজীর যুবলীগ নেতা সবুজ হত্যার প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে শোক সভা ও মিলাদ মাহফিল

 

সোনাগাজী প্রতিনিধি : সোনাগাজী উপজেলার ৫নং চরদরবেশ ইউনিয়নের চর সাহাভিকারী গ্রামের আলোচিত যুবলীগ নেতা ও কারামতিয়া বাজারের ব্যাবসায়ী নুর হোসেন  সবুজ হত্যার প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে শোক সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে এলাকাবাসী।

স্থানীয় কারামতিয়া বাজারে মঙ্গলবার সকাল ১০টায় শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত শোক সভা ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাষ্টার সাহাব উদ্দিন, আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম, ইউনিয়ন যুবলীগ নেতা নুর ইসলাম ভুট্টু, মাষ্টার আহছান উল্যাহ ,মাষ্টার জহরিুল হক , কারামতয়িা মাদ্রাসার সুপারটেন্ট আবদুল রাজ্জাক কারামতিয়া বাজার ব্যবসায়ী সমিতির সহ- সভাপতি আবদুর চত্তর , বিশিষ্ট ব্যবসায়ী নুর ইসলামসহ অনেকে ।

শোক সভা ও মিলাদ মাহফিলে বক্তারা বলেন, সবুজ হত্যার এক বছর অতিবাহিত হলেও পুলিশ আসামীদের গ্রেফার করছে না। দুজন আদালতে আত্মসমর্পন করে জামিনে এসে তারা এলাকায় উৎপাত শুরু করেছে এবং মামলা তুলে নিতে সবুজ পরিবারকে বিভিন্ন ভয় ভীতি দেখাচ্ছে।

বক্তারা আরো বলেন, সবুজ হত্যার বিচার হবে কি না আমরা আজও সন্দেহে  আছে। এতে মাদ্রাসার সুপার আবদুর রাজ্জাক কোরঅান তিলাওয়াত ও মিলাদ মাহফিল পরিচালনা করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *