সুনামগঞ্জে হত্যা মামলার সাত আসামী গ্রেফতার

ষ্টাফ রিপোর্ট:
সুনামগঞ্জে হত্যা মামলার পলাতক সাত আসামীকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, জেলার শান্তিগঞ্জ উপজেলার জয়কলস গ্রামের আকল আলী ওরফে মাফিজ আলীর ছেলে মাহমদ আলী,একই গ্রামের রহিম আলীর ছেলে আসকির আলী,সুরুজ আলী,শামছুদ্দিনের ছেলে মহিবুর রহমান,মাদা মিয়া ওরফে ওমর আলীর ছেলে মাসুক মিয়া,ওয়াহিদ আলী, ওয়াহিদ আলীর ছেলে সেলিম আহমদ।
বুধবার গ্রেফতারকৃতদের আদালত জেলা কারাগারে পাঠিয়েছেন।

বুধবার রাতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯ সিলেটের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাবের মিডিয়া সেল আরও জানায়, চলতি বছরের ১০ অক্টোবর সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় লাল মিয়া নামে এক ব্যাক্তিকে সংঘবদ্ধ ভাবে নৃশংসকায়দায় হত্যা করে আসামীরা। ২০ অক্টোবর শান্তিগঞ্জ থানায় নিহতের বিধাব স্ত্রী হত্যা মামলা দায়ের করলে পর আসামীরা দেশের বিভিন্ন স্থানে আত্বগোপনে থাকে।

আসামীরা সুনামগঞ্জ শহরে আত্বগোপনে থেকে বাস যোগে অন্যত্র পালিয়ে যাচ্ছেন এমন গোপন সংবাদের ভিক্তিত্বে ন্যাব-৯ সিপিসি সুনামগঞ্জ -৩ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার সিঞ্চন আহমদ ও এএসপি ইকরামুল আহাদের নেতৃত্বে মঙ্গলবার গভীর রাতে অভিযানে নামে র‌্যাব। এরপর জেলা শহরের বাসষ্টেশন হতে আলোচিত ‘লাল মিয়া হত্যা মামলায় এজাহার নামীয় ওই সাত পলাতক আসামীকে গ্রেফতার করে র‌্যাব।,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *